বানিয়াচং প্রতিনিধিঃ-
২৬-০১-২০২২ইং
(২৫-০১-২০২২) রোজ মঙ্গলবার বাদ আছর শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসা পরিদর্শন ও শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিমখানার শিক্ষার্থীদের কে পবিত্র কুরআন থেকে বিশেষ সূরা মশক ও মোনাজাত করেন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহঃ এর সুযোগ্য নাতী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা হাইকোর্ট মাযার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলী।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা শাহিদ আহমেদ,হবিগঞ্জ জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওঃ এবি এম আল-আমিন চৌধুরী সাহেব, হবিগঞ্জ পৌর শাখা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মামুন আহমেদ চৌধুরী সাহেব, মাওলানা আব্বাস আলী,শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার সুপার ভাঃ হাফিজ মাওঃ আব্দুল আলীম,শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিমখানার সুপার হাফিজ শাহজাহান মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়া সভাপতি মাওঃ মোক্তাছির হোসাইন,সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ,১৪নং মুরাদপুর ইউ/পি তালামীযে ইসলামিয়া শাখার সহ সভাপতি খালেদ আহমেদ চৌধুরী ,লতিফিয়া নূরীয়া শিল্পী গোষ্ঠী হবিগঞ্জ এর পরিচালক শাহ জাহিনূর রহমান,রবিন আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।